অবশেষে পূজার ধর্ষক পঙ্কজের আত্মসমর্পন। নওগাঁ দূর্গাপুরে গত নবমীর দিন বাক প্রতিবন্ধী পুজার ধর্ষক পঙ্কজ। দূর্গাপুজার দিন সকালে বাক প্রতিবন্ধী পূজাকে (১৪) যোর পূর্বক পাশের বাড়ীতে নিয়ে হাত পা মূখ বেঁধে ধর্ষন করে একই প্রামের পঙ্কজ(৪৫) । এর পর ঘটনা জানাজানির এক পর্যায়ে নওগাঁ সদর থানায় সংবাদ পৌছালে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই এর নিদের্শে তাৎক্ষনাত পূজাকে উদ্ধার করে নওগাঁ সদর মেডিক্যাল কলেজ হাসপালে ভতির্ করা হয় এবং পূজার বাবা বাদি হয়ে নওগাঁ সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এবং এই ঘটনায় এলাকায় সমাধান করার নামে ঘটনাটি ধামাচাপা দেওয়া ও পূজার পরিবারকে চাপ প্রয়োগ করার খবর ছরিয়ে পড়লে, এই পৈশাচিক জনক ঘটনায় পূজার ধর্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে মূখর হয়ে উঠে সারা নওগাঁর সাধারন মানুষ সহ বেশ কিছু সে”্ছাসেবি সামাজিক সংগঠন সহ প্রিন্ট ,ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং প্রতিবাদে মানবন্ধনের ডাক দেয় মানবতায় নওগাঁ সহ একাধিক সংগঠন। নরে চড়ে বসে প্রসাশন এবং পঙ্কজকে গ্রেপ্তারে তৎপর হয়ে নওগাঁ সদর থানা পুলিশ। গা ঢাকা দেয় আসামী পাষন্ড পঙ্কজ। এবং ধর্ষককে গ্রেপ্তারে বিশেষ কৌশল ব্যবহার করে নওগাঁ সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকালে সেচ্ছায় আত্মসমর্পন করে বলে জানা যায় নওগাঁ সদর থানা পুলিশ সূত্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানাযায় আসামী পঙ্কজকে জেল হাজুতে প্রেরন করা হয়েছে। এদিকে ধর্ষক পঙ্কজ এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন সাধারণ নওগাঁবাসি ও পূজার পরিবার।