সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষক আটক
তারিথ
: ১০-১০-২০১৯
সাভার প্রতিনিধি :
সাভারে শিশু শিক্ষোর্থীকে ৫ ধর্ষণ চেষ্টার অভিযোজ আবু তাহের (৪০)নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ ।বৃহস্পতিবার(১০) অক্টোবর দুপুরে সাভার মডের থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি এ এফ এম সায়েদ ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চত করেন। আটককৃত শিক্ষক নীলফামারী সদর জেলার উততর চওড়া বড়গাছা গ্রামের মৃত জামান উদ্দিনর ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়; প্রতিদিনের মতো বুধবার (৯ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা তার মেয়েকে মাদ্রাসায় দিয়ে কাজে চলে য়ায ।পরে টিফিনের বিরতির সময় হলে ভুক্তভোগী শিশÍটিকে কৌশলে একটি কক্ষে নিয়ে আসে ্ওই শিক্ষক ।এর পরে শিশুটিকে জোর করে ধর্ষেণের চেষ্টা করে ব্যর্থ হয় অভিযুক্ত শিক্ষক । পরে কাউকে না জানানোর জন্য শিশুটিকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।এদিকে ভুক্তভোগী শিশÍটির মা টিপিনের খাবার দিতে এসে শিশুটি কান্নাকাটি করতে দেখে ।পরে তাকে জিজ্ঞাসা করলে শিশুটি শিক্ষকে ধর্ষেণে চেষ্টার বিষয়ে বিস্তারিত জানান ।এর পর ওই শিশুর পিতা কাজ শেষে বাড়ি ফিরে ঘটনার বি¯তারিত জানতে পেরে বুধবার রাতেই সাভার মড়েল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিয়ান চালিয়ে রাতে মাদ্রসা শিক্ষককে আটক করে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা( ওসি এ এফ এম সায়েদ বলেন ;ধর্ষণের চেষ্টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ্একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রসা শিক্ষককে আটক করা হয়েছে বলে জানান পুেিশর ওই কর্মকতা ।