সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদর মাদ্রাসা মোড়ে ফিটনেস বিহীন গাড়ির অভিযান পরিচালনা কালে মোটরসাইকেলের মধ্যে থাকা ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একটি টিভিএস মোটরসাইকেল আটক করেছেন অভিযানকারী দল। সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল গনি জানান, বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা মাদ্রাসা মোড়ে ফিটনেস বিহীন গাড়ির অভিযান পরিচালনা কালে একটি মোটরসাইকেলের ড্রাইভারকে গতিরোধ করে গাড়ির কাগজপত্র তলব করি। তখন ড্রাইভার নিজেকে সলঙ্গার লোক পরিচয় দিয়ে বলে সামনে ঐ বাসা আমাদের গাড়ির কাগজ নিয়ে আসি। অনেক সময় পাড় হলেও ফিরে না আসায় গাড়িটি চেক করতে গিয়ে গাড়ির ভিতরে থাকা ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। পরে রেজিঃ বিহীন গাড়িটি জব্দ করি।