মাধবপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক
তারিথ
: ১৯-০৬-২০২০
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুর্ব চারাভাঙগা ও রসুল পুর গ্রামে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাধবপুর তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ।আটককৃতরা হল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুর্ব চারাভাঙগা গ্রামের নুর ইসলাম এর ছেলে শরিফ মিয়া(৩০) উরফে ইয়াবা শরিফ ,রসুলপুর গ্রামের তাহের মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫) এলাকাবাসী বলছে শরিফ অনেক দিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে,সে জগদীশপুরের শীর্ষ মাদক ব্যাবসায়ীর একজন,
মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গুলাম মোস্তফা জানান, পুর্ব চারাভাঙগা গ্রামে১৯জুন শুক্রবার সকালে ইয়াবা বেঁচা কেনা হচ্ছে খবর পেয়ে তিনি ঐ গ্রামের নুর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে,ইয়াবা কেনাবেঁচার সময় ৩৮ পিস ইয়াবা সহ (ইয়াবা শরিফ),,ও রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান কে আটক করে,তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গুলাম মোস্তফা আরো বলেন মাদকের বিরুদ্ধে আমার অভিযান চলমান থাকবে,মাদক ব্যাবসায়ী যেই হউক থাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না,তবে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।