মোঃ চাঁদ আলী,কুষ্টিয়া থেকে :
গত শনিবার রাত পৌনে দশটার দিকে কুষ্টিয়া মডেল থানা অভিযান চালিয়ে আড়ুপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুরোকে ইয়াবাসহ আটক করে। আটককৃত আশরাফুল ইসলাম বুরো দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে বিভিন্ন জায়গায় ইয়াবা পাইকারি ক্রয় বিক্রয় করছিল বলে একটি সূত্র জানায়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আড়–য়া পাড়ায় ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে। এই সময় মডেল থানার এসআই খালিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম বুরোকে ইয়াবাসহ আটক করে। আশরাফুল ইসলাম বুড়ো (৩৫) কুষ্টিয়া আড়–য়াপাড়া হরিবাসর গলিব মৃত আইনউদ্দিন মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয় মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।