ও ২ রাউন্ড গুলিসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত যুবকেরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মাহি সরকার (২১), আল আমিন (২৫), আজহার আলী (১৯) ও রাসেল সরকার (২১)। মাহি সরকারের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে বলে জানা গেছে। পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে পৌরশহরের মসজিদ পাড়া এলাকার ফায়ার সার্ভিস অফিসের দক্ষিণের সড়কে কালো রংয়ের একটি প্রাইভেট কারে ৪ যুবককে দেখে স্থানীয় এক যুবক তাদের পরিচয় জানতে চান। এসময় তারা এলোমেলো কথা বলেন। এক পর্যায়ে ওই যুবকদের একজন পিস্তল বের করে গুলি করার দেওয়ার হুমকি দেন। তখন তার চিৎকারে আশে-পাশের লোকজন তাদেরকে ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনটাস্থালে গিয়ে তাদেরকে আটক করে। প্রাইভেটকার তল্লাশী করে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।আখাউড়া থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।