দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ রাজধানীতে গ্রেফতার ২
তারিথ
: ০২-০২-২০১৯
অনলাইন ডেস্ক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে সরকারিকর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে রাজধানীতে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-২ এর একটি দল গত শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে আনিছুর রহমান ওরফে বাবুল এবং ইয়াসিন তালুকদার নামের ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এদের মধ্যে ইয়াসিন বিকাশের এজেন্ট। গতকাল শনিবার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, দুদক থেকে গত ২৭ জানুয়ারি চিঠি দিয়ে দুদক কর্মকর্তা পরিচয় প্রতারণার করা হচ্ছে জানিয়ে চক্রটিকে গ্রেফতারের অনুরোধ করা হয়। এই চিঠি পাওয়ার পর র্যাব-২ মাঠে নামে জানিয়ে তিনি বলেন, আমরা মাঠে নেমেই বেশকিছু তথ্য পাই। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যার পর হাজারীবাগ থেকে আনিছুর রহমান ওরফে বাবুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াসিন তালুকদারকে তার হাজারীবাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। দুইজনের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ২৬টি সিম উদ্ধার করা হয় জানিয়ে র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, অধিকাংশ সিমই ভুয়া নিবন্ধন করা। তিনি বলেন, গ্রেফতার দুইজন জানিয়েছে, বিভিন্নভাবে তারা সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর সংগ্রহের পর কল করে দুদক কর্মকর্তা পরিচয় দেয়। এরপর গোপনে তদন্ত চলছে বা তদন্ত প্রক্রিয়াধীন বলে সরকারি কর্মকর্তাদের ভয় দেখায়। কোনো কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করে এবং কেউবা আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখায়। কেউ ভয় দেখালে প্রতারক চক্র সেই সিমটি বন্ধ করে দিত। আর যারা যোগাযোগ করে তারা বিকাশের মাধ্যমে বা সরাসরি টাকা দেন চক্রটিকে। এ পর্যন্ত প্রায় পাঁচশ সরকারি কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে উল্লেখ করে র্যাব কর্মকর্তা জানান, এ প্রতারণার মাধ্যমে তারা এ পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকা আয় করেছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলেে জানান র্যবি কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী।