রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে সোমবার রাতে ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, তার নেতৃত্বে থানার এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য, এস,আই হিরণ কুমার বিশ্বাস, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ারেন্টভুক্ত উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের নবিয়াল শেখের ছেলে সোহেল শেখ (৩০), আল আমিন শেখ (২৭), স্ত্রী ফরিদা বেগম (৫৫), মনিরুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪২) ও নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামের আকের মোল্যার ছেলে ওমর আলী মোল্যা (৫২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।