চট্টগ্রাম শহরের পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকায় মা-মেয়েকে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজন গতকাল মঙ্গলবার সকালে মা হোসেনে আরা (৫২) ও মেয়ে পারভিনের (২১) লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এদেরমধ্যে একজনের ঘরের বাইরে এবং অপরজনের লাশ ঘরের ভেতরেই ছিল। পুলিশের ধারনা-মা-মেয়েকে রাতে গলাটিপে হত্যা করা হয়েছে। পাঠানটুলি গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পরিদর্শক জহির হোসেন। পুলিশ জানায়, পারভিনের স্বামী মতিন তাদের দুইজনকে হত্যা করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে কি কারণে কখন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে-এ বিষয়ে নিশ্চিত কেউ বলতে পারছেন না। ঘটনার পর থেকে মতিন পলাতক। মতিন পেশায় রিকশাচালক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। গত ১০ মাস পূর্বে মতিনের সঙ্গে পারভিনের বিয়ে হয়। তখন থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলনা বলে প্রতিবেশিরা জানিয়েছেন।