নীলফামারী সরকারি কলেজের নৈশপ্রহরী ৫৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার
তারিথ
: ১৮-০৬-২০২০
স্বপ্না আক্তার , নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সরকারি কলেজের নৈশপ্রহরী মোকসেদ আলী (৩৫) কে ৫৬ বোতল ফেন্সিডিলসহ ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১৭ই জুন) মধ্যরাতে মাদক বিক্রির সময় কলেজের পশ্চিম গেট থেকে তাকে গ্রেপ্তার করা করে পুলিশ। মাদক ব্যবসায়ী মোকসেদ আলী কলেজ পাড়ার মৃত নংকু মামুদের ছেলে।
সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, নীলফামারী সরকারি কলেজের পিছনে গেটে প্রতিদিন মাদক বিক্রি হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৬ বোতল ফেনসিডিলসহ সরকারি কলেজের ঐ নৈশপ্রহরী ও মাদক ব্যবসায়ী মোকসেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানায়, আমাদের কাছে অভিযোগ ছিল সরকারি কলেজ এলাকায় মাদকব্যবসা হত। আমরা মাদক ব্যবসায়ীদের একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করলেও তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় নি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে ৫৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয় তাকে। তার নামে মাদক বিরোধী আইনে ১৮(০৬)২০ নম্বর মামলা রুজু করা হয়েছে।