জেএসসির ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শেরপুরে চারজনকে আটক করেছে র্যাব। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাহফুজুর রহমান জানান, জেলা সদরের কামারের চর বাজার থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়। এরা হলেন- শফিকুল ইসলাম (২৩), সোহাগ রানা (১৭), মনোয়ার হোসেন বুলবুল (১৬) ও সাইম আহম্মেদ মিলন (১৫)। তাদের বাড়ি শেরপুরের চর ভাবনা গ্রামে।তারা স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে র্যাব জানিয়েছে। এএসপি মাহফুজুর বলেন, একটি প্রতারক চক্র ফেইসবুকের মাধ্যমে জেএসসির ‘ভুয়া প্রশ্নপত্র’ ফাঁস করে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চক্রের চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।