আশুলিয়ায় জামগড়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
তারিথ
: ০৭-১০-২০১৮
সজীব আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ায় জিদনী আক্তার নামের এক আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নেওয়াজ মোর্শেদ নামের এক যুবককে আটক করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার দুলাল পাটোয়ারীর ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আটককৃত নেওয়াজ মোর্শেদ (৩০) যশোর জেলার বাঘারপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। সে একই বাড়ির ভাড়াটিয়া।
শিশুটির বাবা মনির হোসেন জানায়, সে তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে জামগড়ার তেঁতুলতলা এলাকার দুলাল পাটোয়ারীর বাড়িতে ভাড়া থেকে জামগড়া বাস্ট্যান্ডে চা বিক্রি করে এবং তার স্ত্রী স্থানীয় একটি পোশাক শিল্প কাঁরখানায় কাজ করেন। প্রতিদিনের ন্যায়
রবিবার সকালে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান। শিশুটিকে বাড়িতে একা পেয়ে পাশের রুমের ভাড়াটিয়া মোর্শেদ মিষ্টি খাওয়ার কথা বলে ডেকে আনে রুমে পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে শিশুটিকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ধর্ষণ চেষ্টার অভিযোগে নেওয়াজ মোর্শেদ কে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মোঃ মনিরুল হক ডাবলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের নিকট আটক থাকা ধর্ষনের চেষ্টাকারীকে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চালছে বলেও জানানা এই পুলিশ কর্মকর্তা