মঙ্গলবাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মহিপাল ষ্টারলাইন কাউন্টার (চট্রগ্রাম মুখী) হইতে ডিবি পরিচয় দিয়ে প্রান্ত ইসলাম নামের একজনকে অপহরণ করে। অপহরনকারীকে উদ্ধারের জন্য ফেনী মডেল থানাধীন তেমুহুনী বাজারস্থ কাজী ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ডিবির এসআই পরিচয় দানকারী মো: আলাউদ্দিন (২৮) ও নূর নবী(২৭)` কে আটক করা হয়। আটককালীন সময়ে তাদের কাছ থেকে মোঃ প্রান্ত ইসলাম(২৫) সহ একটি প্লাষ্টিকের খেলনা পিস্তল একটি কালো ওয়াকিটকি ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়। যা তারা বিকাশের মাধ্যমে ভিকটিম কে চাপ প্রয়োগ করিয়া তার বন্ধুর নিকট হইতে আনিয়াছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ এন এম নুরুজ্জামান জানান, ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার খোন্দকার নূরুনবী (বিপিএম, পিপিএম) স্যারের বিশেষ দিক নির্দেশনায় এ সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের টিমকে কাজে লাগাই। এসআই মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে, এএসআই মোঃ শরিফুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় প্রতারক ডিবি পরিচয় দানকারীদেরকে আটক করতে আমরা সক্ষম হই।