নওগাঁ পুলিশ সুপারের দিক নির্দেশনায় একটি লুন্ঠিত ট্রাক উদ্ধার
তারিথ
: ২৯-০৯-২০১৮
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ পুলিশ সুপারের দিক নির্দেশনায় একটি লুন্ঠিত ট্রাক, তিন লক্ষ্য টাকা মুল্যমানের মুরগির ফিড খাদ্য চারটি মটর সাইকেল সহ ৫(পাঁচ) ডাকাত ও ৬(ছয়) মটর সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ । নওগাঁ সদর মডেল থানার পক্ষ থেকে সংবাদ সম্মেলন এর মাধ্যমে জানানো হয় গ্রেপ্তারকৃত ৫(পাঁচ) ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এবং গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় ডাকাতি কর্মকান্ড চালিয়ে আসছিলো। বিশেষ সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় ও নওগাঁ সদর মডেল থানার অফিস্যার ইনচার্জ মোঃ আব্দুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ ফয়সাল বিন আহসান, এস,আই মোঃ আব্দুল আনাম,এস আই মোঃ খাইরুল ইসলাম ,এস,আই মোঃ নাজমুল জান্নাত শাহ্, এস,আই সমর চন্দ্র আচার্য ,এস আই মোঃ সোহায়বুর রহমান, এস আই মোঃ আজাহার আলী, এএস আই মোঃ আহসান হাবিব , এএস,আই মোঃ এরশাদ আলী ,এএস,আই আমিনুল ইসলাম ও সঙ্গীও ফোর্স সহ পৃথক পৃথক দুই অভিজান পরিচালনার মাধ্যমে ৫ ডাকাত ও ৬ মটর সাইকের চোর কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডাকাত দলের সীকারোক্তি মোতাবেক ডাকাতির ঘটনায় লুন্ঠিত ট্রাক গাইবান্ধার গোবিন্দগজ্ঞ থেকে লুটকৃত ১০০ একশত বস্তা ফিড (মুরগির খাদ্য) জয়পুহাট ক্ষেতলাল থেকে উদ্ধার করা হয়।যার আনুমানিক মুল্য ৩,০০০০০ তিন লক্ষ্য টাকা।
এবং একই সময় বিভিন্ন সময়ে নওগাঁ শহর হতে চুরি যাওয়া ৪ চারটি মটর সাইকেল উদ্ধার ও ৬ছয় চোরকে গ্রেপ্তার করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য গন মোঃ আলমগীর হোসেন পান্না(২৭) মোঃ রেনু খাঁ (৪০) মোঃ বুলবুল হোসেন (৪২) রাম চন্দ্র মজুমদার (৪০) মোঃ রুহুল আমিন (৪৫) এরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। উল্লেখ মটর সাইকেল চোর মোঃ রাজন (২২) মোঃ সুজন(২৩) মোঃ মনোয়ার হোসেন মুনু(২৯) মোঃ স্বপন(৩৪) মোঃ নান্টু (৩০ মোঃ স্বপন এরা বগুরা ও নওগাঁ জেলায় বসবাসকারী ।
নওগাঁ সদর থানা অফিস্যার ইনচার্জ আব্দুল হাই জানান,আসামীরা সঙ্গবদ্ধ ডাকাত ও চোর দলের সক্রিয় সদস্য পূর্বেও ওদের বিরুদ্ধে একাধিক ডাকাতী ও চুরি মামলা রয়েছে। এই ঘটনায় নওগাঁ সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে এবং সকল আসামী আদালতের মাধ্যমে জেল হাজুতে প্রেরন করা হয়েছে।