শ্রীপুরে স্বামীকে হত্যা,গুমের উদ্যেশে লাশ ছয় টুকরা করলেন স্ত্রী
তারিথ
: ২৬-০১-২০১৯
অনলাইন ডেস্ক :
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রাম থেকে ছয় টুকরা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।শুক্রবার (২৫ জানুয়ারী)বিকেলে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার মেঘনা পোশাক কারখানার পশ্চিম পাশের সীমানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী জীবন নাহার(২৭)গ্রাম-বিষমপুর, উপজেলা পূর্বধলা, জেলা-নেত্রকোনা,বর্তমান শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি গিলারচালা গ্রামের আঃহাই মাস্টারের বাড়ির ভাড়াটিয়া কে আটক করে পুলিশ।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করে ঘাতক স্ত্রী জিবন নাহার।
নিহত রফিকুল ইসলাম (৩০)ময়মনসিংহের তারাকান্দা উপজেলার উলামাকান্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে।সে গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার আঃহাই মাস্টারে বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হাউ আর ইউ পোশাক কারখানায় চাকুরী করতো এবং জীবন নাহার মেঘনা কম্পোজিট মিলে চাকুরী করত।প্রায় ৭ বছর আগে প্রেম করে বিয়ে করেন তারা, তাদের ৫ বছরের একটি মেয়ে সন্তান আছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রাজিব কুমার সাহা জানান, কারখানার পশ্চিম পাশে একটি বস্তা পরে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।পরে ওই বস্তায় লাশ দেখেতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তা থেকে অর্ধদেহ একটি লাশ দেখতে পায়, পরে আশেপাশে খুজাখুজি করিয়া তিনটি ভিন্নস্থান থেকে তার সম্পূর্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
শ্রীপুর মডেল থানাভারপ্রাপ্ত কর্মকর্তাওসি জাবেদুল ইসলাম জানান,হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ৬ টুকরা করতঃ আসামীর ভাড়া বাড়ীর পার্শ্বেই তিনটি ভিন্ন ভিন্ন স্থানে ফেলে রাখার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা নং-৭০, তাং-২৬/০১/১৯ ইং, ধারা- ৩০২/২০১/৩৪ দায়ের করেন,এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়।গ্রেফতারকৃত আসামীর দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ডের লক্ষ্যে তাহাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।