বাগেরহাটের শরণখোলায় বনবিভাগ ও র্যাবের যৌথ অভিযানে একটি বাঘের চামড়া আটকের রেশ কাটতে না কাটতেই তিন দিন পর নুতন করে একই এলাকা থেকে ১৯ টি হরিণের চামড়া সহ পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৩ জানুয়ারী (শনিবার) ভোর রাতে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় বাগেরহাট -শরনখোলা গামী একটি পরিবহনের ড্রাইভারের ভাড়াটিয়া বাসা থেকে চামড়া গুলো উদ্ধার করা হয়। বাগেরহাট ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শরণখোলা উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় বাসিন্দা মো: মোশারেফ শেখের ছেলে ড্রাইভার মনিরের বাসায় ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায় । এ সময় মনিরের বাসা থেকে ১৯টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেন এবং তার স্বীকারোক্তি মতে শরনখোলা উপজেলার রাজৈর গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান কাজীর ছেলে বন্য প্রানী পাচারকারী চক্রের হোতা ইলিয়াস কাজী (৩৫)কে গ্রেফতার করেন। এবং বাগেরহাট পুলিশ সুপারের কার্য্যালয়ে নিয়ে যান । এ বিষয়ে একই দিন দুপুরে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। ডিবির ওসি মোঃ রেজাউল করিম জানান, আটক কৃতদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।