নওগাঁয় বাক প্রতিবন্ধী চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণকারী পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার পাদদেশে জেলার ৭টি সামাজিক সংগঠন এই কর্মসূচীর আয়োজনে করে। বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম সংবাদের সম্পাদক এস,এম,আজাদ হোসেন মুরাদ,জহির রায়হান চলচিত্রের সাধারণ সম্পাদক রহমান রায়হান, মানবতায় নওগাঁ এর সভাপতি মেহেদী হাসান (অন্তর), খেলাঘর আসর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ওয়াদুদ, স্বপ্ন সারথী পাঠক ফোরামের সভাপতি মিজানুর রহমান প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর গ্রামে গত বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করার পর স্থানীয় কমিশনারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার জোর প্রচেষ্টা চালানো হয়। ঘটনায় থানায় মামলা দায়ের করার পর ৫ দিন পার হলেও আসামী পঙ্কজ কুমারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপর দিকে ওই কিশোরীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখানোয় নিরাপত্তাহীনতায় রয়েছেন। পবিবারের নিরাপর্ওা নিশ্চিত করে ধর্ষণকারী পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।