চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের টিকরামপুর এলাকায় জাল টাকা ছাপানো কারখানার সন্ধান পেয়েছে র্যাব- ৫ । গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করেছে র্যাব। এঘটনায় জাল টাকা তৈরীর মুলহোতাকে আটক করেছে র্যাব। আটককৃত জাল টাকা তৈরীর মুলহোতা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়বাগানের আকবর আলীর ছেলে মো. রুবেল হোসেন(২১)।
অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আবু সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাসায় জাল টাকা তৈরীর কারখানার সন্ধান পেলে ওই বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর বিপুল পরিমান জাল টাকাসহ জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া সরঞ্জামাদির আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
তিনি আরও বলেন, রুবেল হোসেন ৬ মাস পূর্বে শহরের টিকরামপুরস্থ নুরুল ইসলাম জামালের বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরীর কারখানা গড়ে তোলে। এই জাল টাকা সে দেশের বিভিন্ন চোরাকারবারি ও জাল ব্যবসায়ীদের কাছে পৌছে দেয়। গরু ব্যবসায়ীদের মাঝেও এই জাল ছড়িয়ে দেয়া হতো বলেও জানান তিনি।
এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।