বাগেরহাটে ২ হিন্দু নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
তারিথ
: ১২-০২-২০১৯
অনলাইন ডেস্ক :
বাগেরহাটের চিতলমারীতে গত সোমবার হিন্দু পরিবারের দুই নারীকে গাছে বেঁেধ নির্যাতনের ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন নির্যাতিতার পরিবার ও এলাকাবাসি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রায়গ্রামের দেবদাস মন্ডল ও সঞ্জীত রায়ের বাড়িতে গত সোমবার দুপুর ১২টার দিকে প্রতিবেশি শাকিল ওরফে জাহিদ শেখের নের্তৃত্বে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী গ্রæপদেশীয় অস্ত্রসস্ত্র, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় নারীরা বাধা দিতে এগিয়ে এলে বৃদ্ধা আয়না মন্ডল (৭০) ও তার পুত্রবধূ সুমতি মন্ডল (৪০) কে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। তাদের আর্তচিৎকারে প্রতিবেশিরা বাধা দিতে এগিয়ে এলে ওই বাহিনীর হুমকির মুখে কেউই কাছে যেতে সাহস পাইনি। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই দুই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। এ ঘটনার মূল হোতা শাকিল ওরফে জাহিদ শেখকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। বিষটি নিয়ে এলাকায় হিন্দু পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন নির্যাতিতার পরিবার ও এলাকাবাসি। এ ব্যাপারে চিতলমারী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার জানান, শাকিল ও তার সঙ্গীয়রা মিলে বৃদ্ধা আয়না মন্ডল ও তার পুত্রবধূ সুমতি মন্ডলকে গাছে বেঁধে যে মধ্যযুগীয় নির্যাতন চালিয়েছে তার দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার প্রত্যক্ষদর্শী চিন্তা হালদার জানান, শাকিল ও তার দলবলের লোকজন ওই দুই নারীকে একটি বট গাছের সাথে বেধে বিবস্ত্র করে বেদম প্রহর করে। তাদের হাতের চুরি ও শাখা ভেঙে ফেলা হয় এবং অকথ্য ভাষায় গালিগালজ ও হুমকি প্রদান করে। এ সময় বাধা দিতে গেলে তাদের উপরও চড়াও হয় ওই বাহিনীর লোকজন। ভয়ে কেউই কাছে যেতে পারেননি। এ ব্যাপারে শাকিল ওরফে জাহিদের মা জাহানারা বিবি জানান, ওই জায়গা নিয়ে প্রতিবেশিদের সাথে পূর্ব বিরোধ রয়েছে। ওই জায়গা দখলকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়েছে। চিতলমারী থানার ওসি অনুক‚ল সরকার জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলা নং- ৪। ঘটনার মূলহোতা শাকিলকে আটক করা হয়েছে বাকী আসামিদের আটকের চেষ্টা চলছে।