টুঙ্গিপাড়ায় ব্রোকলী চাষ করে সফলতা পেয়েছে কৃষক শক্তি
তারিথ
: ০৩-০২-২০১৮
অনলাইন ডেস্ক : জেলার টুঙ্গিপাড়া উপজেলার একটি পিছিয়ে পড়া গ্রামের নাম মিত্রডাঙ্গা। গ্রামটি গোপালপুর ইউনিয়নের একটি কৃষি প্রধান এলাকা। কৃষি প্রধান হলেও জীবনমান ততটা উন্নত নয় বলেই প্রতীয়মান হয়। সেই গ্রামের কৃষক শক্তি কীর্ত্তনিয়া (৬০) ব্রোকলী নামের এক প্রকার সব্জী চাষ করে বেশ সফলতা পেয়েছেন। চারিদিকে বেশ আলোড়ন তুলেছে নতুন জাতের সব্জী ব্রোকলী। কৃষক শক্তি কীর্ত্তনিয়া জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার শেখ জামাল উদ্দিনের সহায়তায় এ বছরও তিনি তার সাড়ে বারো শতাংশ জমিতে ব্রোকলী লাগিয়ে সফল হয়েছেন। চার বছর পূর্বে তিনি ব্রোকলীর চাষ শুরু করেন। মূলত ধাপের উপর সব্জী চাষ কর্মসুচির আওতায় তিনি ব্রোকলী চাষ শুরু করেন। বর্ষাকালে জমি তলিয়ে যাওয়ায় ধাপের উপর সব্জী চাষ শুরু হয়। পানি শুকিয়ে গেলে সেই ধাপ জমির উপরেই থেকেই যায় । ফলে সার লাগে খুবই কম। প্রথমবার তিনি চাষ শুরু করেছিলেন টুঙ্গিপাড়ার সাবেক কৃষি অফিসার মো:মনিরুজ্জামানের সাহায্যে। কৃষক শক্তি এবছর এক প্যাকেট ব্রোকলীর বীজ এবং ১০ কেজি টিএসপি,৭ কেজি ইউরিয়া এবং ১০ কেজি জিপসাম সার পেয়েছেন সাহায্য হিসাবে। এক প্যাকেটে প্রায় এক হাজার বীজদানা থাকে। প্রথমে বীজতলা তৈরী করতে হয় অগ্রহায়ন মাসে। এক মাস পরে বীজ তুলে রোপন করতে হয় । পৌষ মাসে রোপন করলে মাঘ মাসের শেষে ফলন তোলা যায়। কৃষক শক্তি কীর্ত্তনিয়া এক হাজার চারা তৈরী পর রোপন করে প্রায় আটশত চারা বাঁচাতে পেরেছেন। বিক্রয়যোগ্য হলে একটি ব্রোকলী বিক্রি হয় ৪০/৫০ টাকা। কেজি হিসাবে ৩৫/৪০ টাকায় বিক্রি হয়। শক্তি কীর্ত্তনিয়া গোপালগঞ্জ,টুঙ্গিপাড়া,কোটালীপাড়ার বিভিন্ন বাজারে ব্রোকলী বিক্রি করেন। সাড়ে বারো শতাংশ জমিতে তার সার্বিক ব্যায় হয় প্রায় ৫ হাজার টাকা। তবে উৎপাদিত ব্রোকলী বিক্রি করে তিনি ভালো লাভ করেন বলে জানান। লাভের পরিমান ৩০ হাজার টাকার বেশী। তার দেখাদেখি এলাকার পিযুশ বিশ্বাস,সাধু কীর্ত্তনিয়া,অবণী বিশ্বাস,রবীন বিশ্বাস প্রমুখ গত দুই বছর ধরে ব্রোকলী চাষ করে ভালো উপার্জন করছে। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার শেখ জামাল উদ্দিন জানিয়েছেন ব্রোকলী মূলত ইউরোপীয় এলাকার একটি বিশেষ জাতের সব্জী যা খেতে সুস্বাদু। এটি শীতকালীন সব্জি হিসাবে পরিচিত। সঠিক বীজ ব্যাবস্থাপনার মাধ্যমে ব্রোকলী চাষে কৃষককে সহায়তা করা গেলে সব্জীর চাহিদা মেটাতে নতুন এই জাতের সব্জী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।