নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে শার্শায় শতাধিক কৃষকের মধ্যে ফাঁদ বিতরন
তারিথ
: ১৩-০৩-২০১৮
মোঃ আয়ুব হোসেন (পক্ষী)বেনাপোল প্রতিনিধি :
নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে কীটনাশক ছেড়ে জৈবিক বালাই নাশক ব্যবহারে কৃষকদের প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এরই অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলার শতাধিক কৃষকের মধ্যে সেক্সফেরোমন ফাঁদের সরজ্ঞামাদি বিতরন করা হয়েছে। নিরাপদ সবজি উৎপাদনে এগিয়ে এসেছে শার্শার কৃষকেরা। বিনামূল্যে এই সরজ্ঞামাদি পেয়ে খুশি এলাকার চাষিরা।
পটল, কলা, বেগুন, উচ্ছে, কুমড়া, কদুসহ বিভিন্ন সবজিতে পোকামাকড় রক্ষায় কৃষকেরা ব্যবহার করতো বিষাক্ত কীটনাশক। ফলে এসব সবজি খেয়ে বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হতো মানুষ। কৃষি ক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছাপ। কৃষকের চাষের জমিতে বাঁশের উপরে লাগানো একটি প্লাষ্টিকের পাত্রে সেক্সফেরোমন ঔষধ রেখে দমন করা হয় পোকা। পুরুষ পোকা নিধন হয় গন্ধে। কৃষক পায় স্বাস্থ্য সম্মত সবজি। লাভবান হন তারা।
উপজেলা প্রশাসনের অর্থায়নে মঙ্গলবার সকালে জৈবিক বালাই নাশক প্রদর্শনীর এসব সরজ্ঞামাদি শাশা উপজেলা সদরে কৃষকদের মধ্যে বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল ও কৃষি কর্মকতা হীরক কুমার সরকার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।