শার্শা উপজেলায় বাম্পার ফলন এবার আউষ ধানে,কৃষকের মুখে এবার হাসি ফিরিয়েছে,এবার আগের তুলনায় বন্যা অনেক কম হওয়ায় ,প্রকৃতির অনুকূল পাওয়ায় এবার আউষের ফলন ভালে হয়েছে,উপজেলার সর্বএ এখন আউষের ফসলের মাঠের কৃষকের হাসি,ভাদ্র উজ্জ্বাল রোদেও সেনালী হাসি আর ও ঝলমল করছে।সকালের শুরু থেকেই পড়ন্ত বিকাল পযন্ত মাঠে-মাঠে ফসল কর্তনের চিরা চরিত্র দৃশ্য এখন উপজেলার সর্বত্র।অতীতের চেয়ে লক্ষ্যমাত্রায় অধিক জমিতে সোনা রাজা আউষ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে এবার,কেননা এ বছরের মাঝামাঝি সময় থেকে একাধিক বার ফসল বিনষ্ট হয়েছে প্রাকৃতিক দুর্যোগে পর সম্পাতিক আবহাওয়া পরিবেশ অনুুকুলে থাকায় এবার ধানের ফলন ভালে হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারনে চাষ বাদ কমেছে,তবে এবার ধানের উৎপাদন তুলনামুলক ভাবে ভালে হয়েছে,সম্পতি বিভিন্ন মাঠ ঘুরে ভালে ফলন আর কৃষকের মুখে হাসির ঝলক দেখা গেছে।যেদিকে চোখ যায় আউষ ধানে বিস্তৃত সোনালী রঙের ঢেউ।শার্শ উপজেলার পৌর শহরের বিভিন্ন মাঠ থেকে কয়েকজন কৃষক জানালেন ধান উৎপাদন করে প্রকৃত খরচটাই তোলা যায়না বলে অনেক কৃষক চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন।মাঠে ধান দেখতে আসা কৃষক মাসুদ রানা বলেন তার এক (বিঘা)জমিতে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে জমি থেকে খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়েছে,তিনি আরে বলেন এবার ফলন মোটামুটি ভালে হয়েছে।