কৃষিমন্ত্রী ড. আবদুর রজ্জাক বলেন- পেঁয়াজ সংকট সাময়িক। এক থেকে দেড় মাসের মধ্যে এ সংকটের নিরসন হবে উল্লেখ করে তিনি বলেন এবার কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়া সম্ভব হয়নি নানা কারণে। তবে আগামি বছর বেশি দামে ধান ক্রয় করা হবে। ক্ষেত খামারে কামলা মজুরের সংকট দেখা দেওয়ায় কৃষিকে অধিক যান্ত্রিকীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামে গ্রীষ্মকালিন টমেটো চাষ উপলক্ষে কৃষি গবেষণা ইন্সটিটিউট আয়োজিত মাঠ দিবস কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন- জলবায়ু ক্ষতি ও জলাবদ্ধতার শিকার সাতক্ষীরার লবণাক্ত জমিতে হাইব্রীড জাতের লাভজনক টমেটোর ফলন চোখে পড়ার মতো। এর চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন।
এই চাষ বাড়িয়ে দিতে আরও কর্মসূচি হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন- ভারত থেকে নিম্নমানের টমেটো আসছে। কৃষকরা এই টমেটো আমদানি নিরুৎসাহিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন দেশে হাইব্রীড জাতের অধিক পুষ্টি সমৃদ্ধ টমেটো চাষ বাড়ানো গেলে তা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে। এ প্রসঙ্গে মন্ত্রী অন্যান্য সবজির কথাও তুলে ধরেন। তিনি বলেন এককভাবে ধান চাষ না করে কৃষকদের শস্যবহুমুখী করণের ওপর আগ্রহী করে তুলবার চেষ্টা চলছে।
দেশজুড়ে ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এতে যে দলেরই হোক জড়িত থাকলে তিনি ছাড় পাবেন না। পরামর্শ দিয়ে তিনি বলেন সেই সব দুর্নীতিবাজ ও ক্যাসিনো সম্রাটরা সাতক্ষীরার টমেটোর ক্ষেতে এসে চাষ শিখে আরও বেশি অর্থ ও সম্মান লাভ করতে পারেন। যারা কারাগারে আটক আছে তাদের এখানে এনে এই শিক্ষা দিলে ভালো হয়। কেউ আইনের উর্ধেনন, এমনকি আমার দলের লোক কিংবা আমার আত্মীয় স্বজন এমনকি আমিও। একথা উল্লেখ করে তিনি আরও বলেন দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা আছে দুর্নীতি বিরোধী সমাজ গড়ে তোলা।